রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ মার্চ ২০২৪ ২২ : ৩০Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: ভুটান সীমান্তবর্তী শহর চামুর্চীতে ভোট প্রচারে এলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক। এদিন তিনি চামুর্চী বাজারে পায়ে হেঁটে জনসংযোগ করার পাশাপাশি চুনাভাটি চা বাগানের বৌদ্ধ গুম্ফা ও চামুর্চী বাজারের বালাজী মন্দির দর্শন করেন। এরই সঙ্গে চামুর্চীতে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকও করেন। চামুর্চী ভৌগলিক ভাবে ভুটান সীমান্তবর্তী শহর হওয়ার পাশাপাশি এই এলাকার বিধানসভা ও লোকসভার বিন্যাস যথেষ্ট গোলমেলে। চামুর্চী গ্রাম পঞ্চায়েত এলাকা জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্ভুক্ত হলেও এলাকাটি নাগরাকাটা বিধানসভা ও আলিপুরদুয়ার লোকসভার অধীন। ফলে বিভিন্ন কাজে স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট সমস্যা পোহাতে হয়। তৃণমূল প্রার্থী মানুষের এই সব সমস্যাই এদিন শুনে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে গেলেন।
তৃণমূল প্রর্থী প্রকাশ চিকবরাইক বলেন, আলিপুরদুয়ার এর সাংসদ জন বারলা বিগত ৫ বছরে কাজ করার ক্ষেত্রে একেবারেই ব্যার্থ। এলাকার উন্নয়নে তিনি কোনও কাজ করেননি। এলাকার জলের সমস্যা রয়েছে, রাস্তা নির্মাণের কোনো কাজ হয় নাই। বিজেপি বিধায়ক ও সাংসদদের এলাকায় দেখা যায় না বলে তিনি অভিযোগ করেন। বলেন, মানুষের আশীর্বাদে তিনি নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধান করবেন। এরই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় তিনি সাধারণ মানুষ ও চা শ্রমিকদের সামনে তুলে ধরেন। জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।